
প্রকাশিত: Sun, Jun 25, 2023 11:13 PM আপডেট: Tue, Apr 29, 2025 10:47 PM
প্রাথমিকে নেই পর্যাপ্ত শিক্ষক ও শ্রেণিকক্ষ বিনিয়োগ বাড়াতে হবে: সিপিডি
মোস্তাফিজুর রহমান: দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে পর্যাপ্ত শিক্ষক ও শ্রেণিকক্ষ নেই বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি)। তাদের এক জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপে বলা হয়েছে, বর্তমানে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকের গড় সংখ্যা ৬ এবং শিক্ষক-শিক্ষার্থীর অনুপাত ১: ২৯। রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সিডিপির আয়োজনে ‘প্রাথমিক শিক্ষায় সরকারি বিনোয়োগ: স্থানীয় অভিজ্ঞতা ও করণীয়’ শীর্ষক আলোচনা সভার গবেষণা প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। সূত্র: আজকের পত্রিকা
সিপিডি সম্প্রতি গাইবান্ধা, ঠাকুরগাঁও ও নীলফামারী জেলায় স্থানীয় তরুণ নাগরিকদের সম্পৃক্ত করে মানসম্মত প্রাথমিক শিক্ষার উপরে স্থানীয় প্রতিনিধি ও সংশ্লিষ্ট অংশীজনের অংশগ্রহণে তিনটি সামাজিক নিরীক্ষা পরিচালনা করেছে। এতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ব্যবস্থাপনা কমিটির সদস্য ও শিক্ষাসংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও নাগরিক সমাজের মোট ৪০৮ জনের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। এ ছাড়া জরিপে ৩০টি বিদ্যালয়ের মধ্যে ১৪টি বিদ্যালয়ে পাঁচটির কম শ্রেণিকক্ষ রয়েছে। বাকিগুলোর মধ্যে আটটি বিদ্যালয়ে পাঁচটির বেশি শ্রেণিকক্ষ রয়েছে এবং বাকি আটটি বিদ্যালয়ে শ্রেণিকক্ষ রয়েছে পাঁচটি করে।
জরিপের তথ্য বলছে, ছাত্রছাত্রীদের জন্য পৃথক টয়লেটের ব্যবস্থা নেই বলে জানিয়েছে প্রায় ২৫ শতাংশ অংশীজন। জরিপ করা ৩০ বিদ্যালয়ের মধ্যে ২২টিতে কোনো ধরণের গ্রন্থাগারের ব্যবস্থা নেই। ইংরেজি ও গণিত শিক্ষার ক্ষেত্রে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশেষ দুর্বলতার কথা জানিয়েছেন জরিপে অংশ নেওয়া অধিকাংশ বক্তা।
অন্য অতিথিদের মতো এসব কাজে স্থানীয় সরকারকে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। তিনি প্রশ্ন রেখে বলেন, ‘ব্যর্থতা নিয়ে সমালোচনা করেন, কিন্তু সফলতার স্বীকৃতি দেবেন না?’ সবাই মিলে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে বলে মনে করেন তিনি।
প্রাথমিক শিক্ষায় বাজেট দিন দিন বাড়ানো উচিত বলে মন্তব্য করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শিরীন আখতার।
গুণগত ও মানসম্মত শিক্ষকের ওপর গুরুত্বারোপ করেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। তিনি বলেন, উন্নত মানের শিক্ষক দরকার। শিক্ষক হওয়ার ক্ষেত্রে চাকরির সর্বশেষ পছন্দ হলে এগোনো যাবে না। শিক্ষক হওয়ার জন্য প্রথম বা দ্বিতীয় পছন্দ হওয়া দরকার।
সিপিডির সম্মানিত ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, ‘শিক্ষা আসলে একটি বিনিয়োগ। আমরা যদি এই বিনিয়োগ করি তাহলে পরবর্তী সময়ে মিনিংফুল রিটার্ন দেবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ সাঈদ রাশেদ আল জায়েদ জশ, ব্র্যাকের কর্মকর্তা সমীর রঞ্জন নাথ, ইকো সোশ্যাল ডেভেলপমেন্টে অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা শহীদ উজ জামান, ইউরোপীয় ইউনিয়নের শিক্ষাবিষয়ক কর্মসূচি ব্যবস্থাপক নাদিয়া রশীদ প্রমুখ। সূত্র: প্রথম আলো। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া
আরও সংবাদ
[১]এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু রোববার
[১]সিলেট বিভাগের এইচএসসি ও সমমানের পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত
[১]শিশুরা গরমে কাহিল স্কুল বন্ধ রাখার দাবি অভিভাবকদের
[১]স্কুল কলেজ খুলছে আজ, প্রাথমিকের জন্য বিশেষ নির্দেশনা [২] অ্যাসেম্বলি ও প্রাক-প্রাথমিকের ক্লাস আপাতত বন্ধ থাকবে
[১]এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু ৩০ জুন
[১]জবি ছাত্রী অবন্তিকার আত্মহত্যা, ৬ দফা দাবিতে শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

[১]এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু রোববার

[১]সিলেট বিভাগের এইচএসসি ও সমমানের পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত

[১]শিশুরা গরমে কাহিল স্কুল বন্ধ রাখার দাবি অভিভাবকদের

[১]স্কুল কলেজ খুলছে আজ, প্রাথমিকের জন্য বিশেষ নির্দেশনা [২] অ্যাসেম্বলি ও প্রাক-প্রাথমিকের ক্লাস আপাতত বন্ধ থাকবে

[১]এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু ৩০ জুন
